ষড়যন্ত্র করে এ সরকারের পতন ঘটানো যাবে না: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। ছবি: Kbdnews.com

দেওয়ানগঞ্জ প্রতিনিধি :কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক বলেছেন, আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়ে, গুজব ছড়িয়ে, দেশি-বিদেশি ষড়যন্ত্র করে এ সরকারের পতন ঘটানো যাবে না। তাই কেউ গুজবে কান না দিয়ে আইন নিজের হাতে তুলে নেবেন না।

শুক্রবার কেন্দ্রীয় আওয়ামী লীগের উদ্যোগে জামালপুর সদর, মেলান্দহ ও ইসলামপুর উপজেলার বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ সব বলেন।

ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশ এখন দুর্যোগপ্রবণ রাষ্ট্র নয়, দুর্যোগ সহনশীল রাষ্ট্র। জাপানের সঙ্গে চুক্তির মাধ্যমে বন্যাকবলিত এলাকায় নদীর দুই পাশে উঁচু বাঁধ নির্মাণের মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ করা হবে।

জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, মির্জা আজম এমপি, ফরিদুল হক খান দুলাল এমপি ও ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকীবিল্লাহ প্রমুখ।

 

 

Post a Comment

Previous Post Next Post