মেহেরপুরে শহরে বম্বে ব্রেড এন্ড কনফেকশনারীতে অভিযান বিয়ারসহ ডিবি পুলিশের হাতে আটক-৩

 

ডিবি পুলিশের হাতে আটক-৩

স্টাফরিপোটার  (০৭-০৭-১৯)  মেহেরপুরে মাদক বিরোধি অভিযান চালিয়ে ২০ ক্যান ইতালিয়ান ব্যান্ড্রের বিয়ারসহ ৩ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার দিবাগত রাতে মেহেরপুর জেলা গোয়েন্দা(ডিবি)পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর শহরের হোটেল বাজারস’ বম্বে ব্রেড এন্ড কনফেকশনারীতে অভিযান চলায়। এসময় ওই কনফেকশনারীর দ্বিতীয়তলা থেকে ২০ ক্যান ইতালিয়ান বিয়ারসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মেহেরপুর শহরের নতুনপাড়ার আব্দুর রহমানের ছেলে মিঠু, মেহেরপুর সদরের গোভীপুর গ্রামের আরিজুল্লা বিশ্বাসের ছেলে রফিকুল ইসলাম, ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু থানার পার্বতীপুর গ্রামের জমির আলীর ছেলে নাজমুল ইসলাম। আটকৃতরা সবাই ওই কনফেকশনারীতে কর্মরত ছিলেন বলে জানা যায়। মেহেরপুর গোয়েন্দা পুলিশ পরিদর্শক গুলফামুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর শহরের একটি কনফেকশনারীতে অভিযান চালিয়ে ২০টি অবৈধ ইতালিয়ান বিয়ার উদ্ধার করা হয়। সেই সাথে কর্মরত তিন জনকে আটক করে মেহেরপুর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। এতে তারা বিয়ার বিক্রির সাথে জড়িত বলে স্বিকার করে। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৩। আটকৃতদের আদালতের মাধ্যমে গতকাল রবিবার বিকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post