মেহেরপুর প্রতিনিধি (১৭/০৭/১৯) : “মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি” এ প্রতিপাদ্যে মেহেরপুরে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ।
এ উপলক্ষে আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা মৎস্য অফিসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া। বক্তব্য রাখেন খামার ব্যবস্থ্াপক ড. আসাদুজ্জামান মানিক।
এ সময় জেলার মাছ চাষের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার দিক তুলে ধরা হয়। সভায় বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার স’ানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন। মেহেরপুর জেলা মৎস্য অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।