কুষ্টিয়ায় অটো চালককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ায় অটো চালককে কুপিয়ে হত্যা

নিহত বিজয়
কুষ্টিয়া থেকে শরিফ মাহমুদ : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ছিনতাইকারীরা বিজয় (২২) নামের এক ব্যাটারি চালিত অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার শ্যামপুর-মৌবাড়িয়া সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রকি (২৬) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আটক রকি মেহেরপুর উপজেলার গাংনী থানার বাউট এলাকার বাসিন্দা।
নিহত বিজয় মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দি ইউনিয়নের মুন্দা গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাউট এলাকা থেকে একদল ছিনতাইকারী অটোরিকশা ভাড়া নেয়। উপজেলার শ্যামপুর-মৌবাড়িয়া মাঠের মধ্যে ছিনতাইকারীরা অটোরিকশাটিকে ছিনতাইয়ের চেষ্টা করে।
এ সময় অটোচালক বাধা দিলে তারা তাকে কুপিয়ে হত্যা করেন। এ সময় স’ানীয়রা অটোসহ রকি নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। বাকী ছিনতাইকারীদের আটকের চেষ্টা চলছে।

 

Post a Comment

Previous Post Next Post