মেহেরপুরে অর্থনৈতিক উন্নয়নে জ্বালানি দক্ষতা ও নেট মিটারিং ভুমিকায় সেমিনার

 

মেহেরপুরে অর্থনৈতিক উন্নয়নে

ছবি-Kbdnews.com: বক্তব্য রাখছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।

মেহের আমজাদ,মেহেরপুর (০৫-০৭-১৯)  : শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, সাশ্রয়ে জ্বালানি সমৃদ্ধ আগামী- এই প্রতিপাদ্যে মেহেরপুরে অর্থনৈতিক উন্নয়নে জ্বালানি দক্ষতা, ক্লিন কুকিং ও নেট মিটারিং এর ভুমিকায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি। প্রধান অতিথি ছিলেন জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন স্রেডা বিদ্যুৎ বিভাগের চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন, যুগ্ম সচিব মনজুর মোরশেদ, সদস্য শালিমা জাহান । অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম, কৃষি বিভাগের উপ-পরিচালক ড.মোঃ আখতারুজ্জামান,মেহেপুর জেনারেল হাসপাতালের আর এমও ডাঃ এহসানুল কবির, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম প্রমুখ।

 

Post a Comment

Previous Post Next Post