মেহেরপুর প্রতিনিধি (০১/০৭/১৯) ঃ মেহেরপুর গাংনী উপজেলা পরিষদ এলাকা থেকে ২০ হাজার জাল টাকাসহ তিন জনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার টাকার ২০ টি জাল নোট উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হলো- গাংনী উপজেলার গোপালনগর গ্রামের আব্দুর রউফের ছেলে আবু জাফর (৩৫), চৌগাছা গ্রামের মৃত শমসের আলীর ছেলে কবির আহমেদ (৩৮) ও জালশুকা গ্রামের মৃত কিতাব আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৪৫)।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, আটককৃত ৩ জন দীর্ঘদিন ধরে জাল টাকা বাজারে সরবরাহ করে মানুষকে ধোকা দিয়ে আসছিল। ঘটনার সময় তারা উপজেলা পরিষদের পিছনের আম বাগানে বসেছিলো। এ সময় সেখানে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। উদ্ধার করা হয় ২০টি ১০০০ টাকার জাল নোট। তিনি আরো বলেন- আসামিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের সাথে আর কারা কারা জড়িত এবং জাল টাকার উৎস খুঁজে বের করা হবে।