মিয়া পারভেজ আলম মোল্লাহাট প্রতিনিধি : মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি” এ প্রতিপাদ্যের আলোকে মোল্লাহাটে ১৭-২৩ জুলাই-২০১৯ জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন/মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস। এছাড়া অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাঈদ মোমেন মজুমদার মৎস্য সেক্টরের উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক তুলে ধরেন। এ সংবাদ সম্মেলন/মতবিনিময় অনুষ্ঠানে উপসি’ত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ জেহাদ সিকদার, কোষাধ্যক্ষ প্রভাষক অরুন কুমার দাস, সাংবাদিক ডাঃ মোঃ হুমায়ূন আজাদ, মোঃ মনিরুজ্জামান মোল্লা, এস,এম, মিজানুর রহমান, মোঃ ইমলাক শেখ ও মোঃ মনির সিকদার প্রমূখ।
################