বারী উদ্দিন আহমেদ বাবর, কুমিল্লা প্রতিনিধি॥ কুমিল্লার দেবিদ্বারে নারী শিশুসহ চারজনকে হত্যার পর গণধোলাইয়ে নিহত
হয়েছে হত্যাকারী ঘাতক। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন
আছে আরো ৩ জন।
আজ বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার ধামতী ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা
ঘটে। নিহত ঘাতকের নাম মো. মোখলেছুর রহমান। সে ওই গ্রামের বাসিন্দা বলে
জানা গেছে। তবে অপর নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার ঘটনার সত্যতা
নিশ্চিত করে বলেন, আমি সহ থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কিছুক্ষন পর
বিস্তারিত তথ্য জানাবো।