গাংনীর আলোচিত মিনারুল আপত্তিকর অবস্থায় আটক

আটক
আমিরুল ইসলাম অল্ডাম  :   গাংনীর আলোচিত মিনারুল ইসলাম ও তার সহযোগি সহ জেসমিন নামের এক মহিলাকে আপত্তিকর অবস’ায় আটক করেছে পুলিশ। সোমবার রাত ১১ টায় গাংনী শহরের আখ সেন্টার এলাকার একটি বাড়ি থেকে তাদের স’ানীয়দের সহায়তায় আটক করে গাংনী থানার এস ,আই ইকবাল হোসেন। আটককৃতরা হলেন,গাংনী পৌর এলাকার পশ্চিম মালসাদহ গ্রামের মসলেম আলীর ছেলে অপকর্মের মুল হোতা মিনারুল ইসলাম,একই গ্রামের লিয়াকত আলীর ছেলে মাসুম ও কড়-ইগাছি গ্রামের দিদার মুহুরীর মেয়ে জেসমিন খাতুন। গাংনী থানার এস,আই ইকবাল জানান,আখ সেন্টার পাড়ার একটি রুমে মিনারুল ইসলাম তার সহযোগি মাসুম ও জেসমিন খাতুনকে আপত্তির অবস’ায় স’ানীয় জনতা আটক করে পুলিশকে খবর দিলে তাদের থানায় নেয়া হয়। জেসমিন ও মাসুম তারা বিয়ে করবেন এমন সম্মতিতে তাদের ছেড়ে দেয়া হয়। আর মিনারুল কেউ ছেড়ে দেয়া হয়েছে। মিনারুলকে কি কারণে ছেড়ে দেয়া হলো জানতে চাইলে এসআই ইকবাল হোসেন কোন মন্তব্য করতে রাজি হয়নি। এদিকে সম্প্রতি আলোচিত মিনারুল ইসলাম ও জেসমিন সহ কয়েকজনের আপত্তির ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, জেসমিনের সাথে মেলামেশার আপত্তিকর দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারন করছে মিনারুল ইসলাম। ক্রন্দনরত অবস’ায় জেসমিন মিনারুলের কাছে বাঁচার জন্য আকুতি জানালেও তাকে ছেড়ে দেয়া হয়নি। বরং মিনারুল তার কয়েকজন সহযোগি নিয়ে জেসমিনের উপর অমানবিক যৌন নির্যাতন করে। এ ঘটনা ধামাচাপা দিতে দৌড়ঝাপ শুরু করে অপকর্মের হোতা মিনারুল ইসলাম। তবে তৎকালিন সময়ে মিনারুল জানিয়েছেন, তাদের মধ্যে থেকে কেউ একজন ভিডিওটি ইউটিউবে ছেড়ে দেয়। ভিডিও ছড়িয়ে যাওয়ার পর কিছুদিন আত্মগোপনে থাকে মিনারুল ও তার সহযোগিরা। ঐ ঘটনার আলোচনা সমালোচনা থামতে না থামতেই আবারো নারী কেলেংকারিতে জড়িয়ে পড়ে মিনারুল সহ তার সহযোগিরা। মিনারুল,মাসুম ও জেসমিন গাংনী থানায় আটক থাকায় তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

 

Post a Comment

Previous Post Next Post