মেহেরপুরের গাংনীতে দু’পক্ষের গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত

Meherpur Gun Fight Death Picture 1

মেহেরপুর প্রতিনিধিঃ  মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর গ্রামে দু’পক্ষের গোলাগুলিতে এনামুল হক (৪৫) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। নিহত এনামুল হক কাজীপুর গ্রামের বর্ডারপাড়ার মৃত দাউদ হোসেনের ছেলে। এ সময় ঘটনাস’ল থেকে ১টি দেশীয় তৈরী পিস্তল, ২ রাউন্ড গুলি ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবী করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে কাজীপুর মুন্সিপাড়া এলাকায় গোলাগুলির ঘটনায় নিহত হয়।

গাংনী থানার নবাগত ওসি ওবাইদুর রহমান জানান, কাজীপুর মুন্সিপাড়া এলাকাতে গোলাগুলি চলছে এমন খবরের ভিত্তিতে পুলিশের দু’টিদল ছুটে গিয়ে ঘটনাস’লের আশে-পাশে অবস’ান নেয়। পুলিশের উপসি’তি টের গোলাগুলি বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস’লে গিয়ে গুলিবিদ্ধ ১টি লাশ ও একটি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গুলিবিদ্ধ লাশটি কাজীপুর গ্রামের বর্ডারপাড়ার মৃত দাউদ হোসেনের ছেলে এনামুল হকের বলে তাৎক্ষনিকভাবে সনাক্ত করা হয়। মাদক ব্যবসায়ীদের মধ্য দ্বন্দ্বের জের ধরে গোলাগুলিতে নিহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত এনামুল ছিল এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ও বোমাবাজ। তার নামে গাংনী থানায় বিস্ফোরক,চাঁদাবাজি ও মাদক সংক্রান্ত হাফ ডজন মামলা রয়েছে। নিহত মাদক ব্যবসায়ীর লাশ আজ শুক্রবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে ময়না তদন্তের নেয়ার প্রস’তি চলছে।

 

Post a Comment

Previous Post Next Post