গাংনী(মেহেরপুর)সংবাদদাতা : গাংনী উপজেলার গোপালনগর গ্রামের মসজিদ পাড়ায় রাত সাড়ে ১১টার দিকে গোপালনগর গ্রামের প্রবাসী হুমায়নের স্কুল পড়-য়া মেয়ে লিজার বাড়িতে রঙ্গলীলা খেলতে গিয়ে গ্যাড়াকলে পড়েছে একই গ্রামের প্রবাসীর ছেলে যুবক রিদয় হোসেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে লিজা খাতুনের বাড়িতে স’ানীয় কয়েকজন বেরসিক জনতা তাদের দুজনকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস’ায় হাতে নাতে ধরে পুলিশে দেয়। বুধবার সকালে গাংনী থানায় বাদি হয়ে লিজা খাতুন রিদয়ের নামে ধর্ষন মামলা দায়ের করেছেন। যার মামলা নং ৭,তারিখ ৮-০৫-১৯ইং।পুলিশ কপোত-কপোতিদের জেল হাজতে প্রেরণ করেছে।এ ঘটনায় গোপালনগর গ্রামে চাঞ্চল্য’র সৃষ্টি হয়েছে।
স’ানীয়রা জানান,গোপালনগর গ্রামের মালয়েশিয়া প্রবাসী হুমায়নের মেয়ে লিজা খাতুন (কলেজ পড়-য়া ছাত্রী) দীর্ঘদিন ধরে প্রেম সম্পর্ক গড়ে তোলে।একই গ্রামের সিঙ্গাপুর প্রবাসী রাজু আহমেদের স্কুল পড়-য়া ছেলে বখাটে যুবক রিদয় হোসেন এর সাথে মোবাইল ফোনে প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে।্্ঐ দিন রাতে পূর্ব নির্ধারিত সময়ে গোপালনগর গ্রামের মসজিদ পাড়ার নানা অপকর্মে জড়িত লিজার বাড়ীতে ঢুকলে প্রতিবেশীদের সন্দেহ হলে তাদের আটক করা হয়। এসময় স’ানীয় লোকজন জড়ো হয়ে তাদের আপত্তিকর অবস’ায় আটক করে পুলিশে সোপর্দ করে।
গাংনী থানার এস আই হাবিব জানান,রিদয় হোসেনের বিরুদ্ধে গাংনী থানায় একটি ধর্ষন মামলা হয়েছে।যার মামলা নং৭ তারিখ ৮-০৫-১৯ইং লিজা খাতুনের ডাক্তারী পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট পেলে পরে আবারো আইনগত ব্যবস’া নেওয়া হবে।
আমিরুল ইসলাম অল্ডাম
গাংনী,মেহেরপুর
তাং ৯-০৫-১৯
মোবাঃ ০১৭১৭-০০৮৩৫৫