কুষ্টিয়া ডিবি’র অভিযানে ৬০ লিটার বাংলা মদসহ আটক ৩

কুষ্টিয়া ডিবি’র অভিযানে

ছবির :শরিফ মাহমুদ
কুষ্টিয়া থেকে শরিফ মাহমুদ :  কুষ্টিয়া ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৬০ লিটার বাংলা মদসহ ৩ জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। কুষ্টিয়ার পুলিশ সুপার, জনাব এস.এম তানভীর আরাফাত, পিপিএম(বার),মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা,কুষ্টিয়া’র অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে এসআই,মোঃ সাহেব আলী, এসআই এসএম রেজাউল করিম, এএসআই মোঃ সিরাজুল ইসলাম ও সংগীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার পশ্চিম মজমপুরস’ এলাকার মোঃ রফিকুল ইসলাম এর বাড়ীতে অভিযান পরিচালনা করে ভাড়াটিয়া মোঃ বাদশা(৫০)’র বসত ঘর হতে ৬০ লিটার বাংলা মদসহ -পশ্চিম মজমপুর এলাকার মৃত সোহরাব হোসেনের ছেলে আসামী বাদশা(৫০) ,কাস্টম মোড় এলাকার মোঃ হাবিবুর রহমানের ছেলে রানা(৪০) ও বটতৈল এলাকার মৃত সালামতের ছেলে রবিউল ইসলাম(৩৫) কে আটক করেন।

 

Post a Comment

Previous Post Next Post