বাড়ির জমি নিয়ে বিরোধের জের, মামলা করে বিপাকে বাদি
স্টাফরিপোটা : গত ২২,৪,১৯ মো:রমজান আলী(৫৬)এর বাড়ির ভিতর জোরপূর্বক আসামিরা অনুপ্রবেশ করে। এবং মো:রমজান আলী(৫৬) কে খুনের উদ্দেশ্যে রামদা,সাবল দিয়ে মো:রমজান আলী(৫৬)কে মারতে থাকলে আসেপাশের লোক জনের চিৎকারে মো:রমজান আলীর চাচাত ভাই মো:মিজানুর রহমান ঘটনা স্থলে আসলে,মো:একরামুল তার হাতে থাকা রামদা দিয়ে তাকে ওখুনের উদ্দেশ্যে মাথায় কোপাতে থাকে।স্থানিয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সস ৫০শয্যা হাসপাতালে ভর্তি করেন।করতব্য রত ডাক্তার মো:রমজান আলী(৫৬)কে ভাল চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।এবিষয়ে মো:রমজান আলী বাদি হয়ে কুস্টিয়া জেলার দৌলতপুর থানায়,৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৫০৬/পেনাল কোড-১৮৬০ ,আসামিদের বিরুদ্ধে মামলা করেন ।মামলা নং ৩৫ তারিখ ২২,৪,১৯।
আসামিরা হলেন হলেন ১ ।মো:একরামুল পিতা মৃত ফয়েজ মালিথা ২।মো:আশিক আলী(১৮)পিতা একরামুল হক ৩।মোছা তছলিমা খাতুন (৪৫)স্বামী ,মো:একরামুল হক ৪।মাহাবুল(৩২)পিতা মফিল খা।বাদি Kbdnews কে বলেন আসামিরা বেপরোয়া হয়ে উঠেছে মামলা করায়।আসামিরা মামলা তুলেনেয়ার হুমকি দিচ্ছে,এবং আমরা নিরাপত্তা হিনতায় ভুগছি । চলবে