গাংনী (মেহেরপুর)সংবাদদাতা : দ’ুপক্ষের গোলাগুলিতে ফজলুল হক ফজু (৪৫) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস’ল থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে। নিহত মাদক ব্যবসায়ী ফজলুল হক ফজু কাজিপুর খন্দকার পাড়ার সামছুল হকের ছেলে।
পীরতলা পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই অজয় কুমার জানান, হাড়াভাঙ্গা তিনজোল মাঠে গোলাগুলির খবর পেয়ে পুলিশের কয়েকটি দল ঘটনাস’লে যায়।
পুলিশের উপসি’তি টের পেয়ে দুস্কৃতিকারীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস’ল থেকে গুলিবিদ্ধ একজনের মরদেহ ও একটি এলজি সাটারগান এবং এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বলেন,মাদক ব্যবসায়ীদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। নিহতের স্বজনরা ফজলুল হক ফজুর লাশ বলে শনাক্ত করেছে।