মেহেরপুরের গাংনীতে ফেনসিডিলসহ মাদক কারবারী আটক

Gangni Meherpur phencydil recovery Pic -1

মেহেরপুর প্রতিনিধি (০৩/০৪/১৯)ঃ  মেহেরপুরের গাংনীর কাজীপুর সীমান্ত থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারী সোহেল রানা(২৫) কে আটক করেছে পুলিশ। আজ সকাল ১০ টার দিকে গাংনী থানা পুলিশের একটি টীম তাকে আটক করে। এসময় তার ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

Gangni Meherpur phencydil recovery Pic -1

সোহেল রানা পাবনা জেলা সদরের নিয়ামতুল্লাহ পুরের আব্দুল আলীমের ছেলে।
গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, সোহেল রানা তার ব্যবহৃত একটি সিএনজির খালি সিলিন্ডারে করে অভিনব কায়দায় ফেনসিডিল নিয়ে আসছে মর্মে সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এসময় তার সিএনজির খালি গ্যাস সিলিন্ডারের মধ্যে ২০০ বোতল ফেনসিডিল পাওয়া গেলে তাকে আটক করা হয়।

 

Post a Comment

Previous Post Next Post