ইয়াবা ও ফেন্সিডিল সহ দুজন আটক

Gangni meherpur pic ইয়াবা ও ফেন্সিডিল সহ দুজন আটক

ইয়াবা ও ফেন্সিডিল সহ দুজন আটক

গাংনী(মেহেরপুর)সংবাদদাতা :   গাংনীতে পৃথক অভিযানে ইয়াবা ও ফেন্সিডিল সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে সদর উপজেলার কামদেবপুরে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা সহ প্রদীপ্ত কুমার সাহা ওরফে সজল নামের এক সাবেক শিক্ষক কে গ্রেফতার করা হয়েছে। সে মেহেরপুর শহরের মল্লিকপাড়ার মৃত গোপাল সাহার ছেলে। একই সময়ে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ গাংনী উপজেলার বামুন্দী বাজারে অভিযান চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিল সহ মরিয়ম বেগম কে গ্রেফতার করে। সে কুষ্টিয়া হাউজিং এলাকার আমির হোসেনের স্ত্রী। মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি ওবাইদুর রহমান জানান, মরিয়ম বেগম ফেন্সিডিল নিয়ে কুষ্টিয়া যাওয়ার জন্য বামুন্দী বাজারে অবস’ান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকের দুটি মামলা রয়েছে। এদিকে সদর উপজেলার কামদেবপুর গ্রামের মিয়ারুলের বাড়ি থেকে প্রদীপ্ত কুমার সাহা ওরফে সজলকে আটক করে পুলিশ। এসময় মিয়ারুল সহ আরো দুইজন পালিয়ে যায়।
এএসআই হাসান শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কামদেবপুর গ্রামের মিয়ারুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ইয়াবা বিক্রি করার সময় হাতে নাতে ৪০ পিস ইয়াবাসহ সজলকে আটক করা হয়। প্রদীপ্ত কুমার সাহা সজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন। বিদ্যালয়ে দিনের পর দিন অনুপসি’ত থাকার কারনে চাকরিচ্যুত হয়।

 

Post a Comment

Previous Post Next Post