বাড়ির জমি নিয়ে বিরোধের জের, বাদি মামলা করে বিপাকে, আসামিরা জামিনে মুক্তিপেয়ে বাদিকে খুনের হুমকি।
গত ২২,৪,১৯ মো:রমজান আলী(৫৬)এর বাড়ির ভিতর জোরপূর্বক আসামিরা অনুপ্রবেশ করে। এবং মো:রমজান আলী(৫৬) কে খুনের উদ্দেশ্যে রামদা,সাবল দিয়ে মো:রমজান আলী(৫৬)কে মারতে থাকলে আসেপাশের লোক জনের চিৎকারে মো:রমজান আলীর চাচাত ভাই মো: মিজানুর রহমান ঘটনা স্থলে আসলে, মো:আশিক তার হাতে থাকা রামদা দিয়ে তাকে খুনের উদ্দেশ্যে মাথায় কোপাতে থাকে।স্থানিয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সস ৫০শয্যা হাসপাতালে ভর্তি করেন।করতব্য রত ডাক্তার মো:রমজান আলী(৫৬)কে ভাল চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।এবিষয়ে মো:রমজান আলী বাদি হয়ে কুস্টিয়া জেলার দৌলতপুর থানায়,৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৫০৬/পেনাল কোড-১৮৬০ ,আসামিদের বিরুদ্ধে মামলা করেন ।মামলা নং ৩৫ তারিখ ২২,৪,১৯।
আসামিরা হলেন হলেন ১ ।মো:একরামুল পিতা মৃত ফয়েজ মালিথা ২।মো:আশিক আলী(১৮)পিতা একরামুল হক ৩।মোছা তছলিমা খাতুন (৪৫)স্বামী ,মো:একরামুল হক ৪।মাহাবুল(৩২)পিতা মফিল খা।বাদি Kbdnews কে বলেন আসামিরা বেপরোয়া হয়ে উঠেছে মামলা করায়।আসামিরা মামলা তুলেনেয়ার হুমকি দিচ্ছে,এবং আমরা নিরাপত্তা হিনতায় ভুগছি ।বেপরয়া হয়েউঠেছে আসামিরা যেকোন সময় ঘটাতে পারে অঘটন।আসামিরা বলছে মামলা করে আমাদের কেও কিছু করতে পারবেনা ।বাদি মাননিয় প্রধান মন্ত্রি ও মাননিয় স্বরাস্ট্রমন্ত্রির হস্তক্ষেপ কামনা করেছেন। চলবে