খুলনায় হাত-পা-মাথাবিহীন মরদেহ উদ্ধার

 

খুলনা ব্যুরো:  খুলনায় হাত-পা-মাথাবিহীন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর শের-এ বাংলা রোডের বলাকা ক্লাবের বিপরীতে রাস্তা থেকে পলিথিন মোড়ানো মরদেহটি উদ্ধার করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এডিসি সাউথ এসএম শাকিলুজ্জামান জানান, সকালে স’ানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস’লে গিয়ে পলিথিন মোড়ানো মরদেহটি উদ্ধার করা হয়।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে হত্যার পর মরদেহটি এখানে ফেলে গেছে। মরদেহের মাথা, দুই পা ও দুই হাত নেই।
তিনি আরো জানান, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

Post a Comment

Previous Post Next Post