মেহেরপুর প্রতিনিধি(১৫/০৩/১৯)ঃ মেহেরপুরের গাংনীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে গাংনী উপজেলা প্রশাসন। আজ সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথী হিসেবে উপসি’ত ছিলেন সাহিদুজ্জামান খোকন এমপি। গাংনী উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মাসুদুল আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপসি’ত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুল বাশার ও উপজেলা আওয়ামীলীগের সম্পাদক গোলাম মোস্তফাসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীগন।