একশত বিঘা জমির আখ রবিবার বিকালে আগুনে পুড়ে ছাই
গাইবান্ধার মহিমাগঞ্জস্থ রংপুর চিনিকলের গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের চারাবটগাছ এলাকার একশত বিঘা জমির আখ রবিবার বিকালে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হলো এ বিষয়ে এখনও কোন সুনিদিষ্ট তথ্য জানা যায়নি।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণ বলেন, অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তবে এটি কোনো নাশকতা কিনা তা খাতিয়ে দেখা হচ্ছে।
রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন জানান, রবিবার বিকেলে হঠাৎ করে সাহেবগঞ্জ ইক্ষু খামারের আখের ক্ষেতে আগুনের শিখা দেখা যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে গাইবান্ধা সদর, গেবিন্দগঞ্জ, সোনাতলা, ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে শতাধিক বিঘা জমির আখ পুড়ে গেছে।