সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের মহেশপুর গ্রামে মামার হাতে খুন হয়েছেন সাইফুল ইসলাম (৩৭) নামে এক যুবক। শনিবার সকালে এ হত্যাকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুলের মামা মিস্টার মিয়ার সাথে দীর্ঘ দিন ধরে পারিবারিক কলহ চলছিল। এরই জের ধরে সকালে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দা’র পিছনের কাঠের বাট দিয়ে সাইফুলের শরীরে আঘাত করে। এই আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে সাইফুল। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ধর্মপাশা থানার ওসি এজাজুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জের ধরে এ নিহতের ঘটনা ঘটেছে। পুলিশ সেখানে রয়েছে।