ডোবার পানিতে এ ভাবেই মুখ থুবড়ে মরে ভেসে আছে শিশু সাকিব
কুষ্টিয়া থেকে শরিফ মাহমুদ : কুষ্টিয়ায় নিখোঁজ হওয়ার দু’দিন পর ডোবা থেকে সাকিব (২) নামে একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ঝাউদিয়া আস্তানগর গ্রামে শিশুটির বাড়ির পাশের একটি ডোবায় কচুরিপানার মধ্যে তার মরদেহ পাওয়া যায়। সাকিব ওই এলাকার মনিরুল ইসলামের ছেলে।
স’ানীয়রা জানায়, রোববার সকালে সাকিব বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে বাড়ির পাশের ডোবায় তার মরদেহ পাওয়া যায়।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে শিশুটিকে হত্যা করে পানিতে ফেলে দেয়া হয়েছে কিনা বা শিশুটি নিজেই খেলতে খেলতে অসতর্কতা বশত পানিতে পড়ে ডুবে মারা গেছে কিনা এ বিষয়ে কেউই সুস্পষ্ট করে কিছু বলতে পারেনি। সন্ধ্যার দিকে রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে থানায় কোন মামলা এবং কেউ গ্রেফতার হয়নি বলে জানা গেছে।