পুলিশের মাঝে সাজাপ্রাপ্ত পলাতক আসামী রনি।ছবি- মেহের আমজাদ
Kbdnews (০৪-১১-১৮) মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল ৪র্থ আদালত থেকে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী রনি আদালতে আত্মসমর্পন করেছে।
গতকাল রবিবার দুপুরের দিকে রনি মেহেরপুর আদালতে আত্মসমর্পন করলে বিচারক মোঃ তাজুল ইসলাম তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন। রনি শহরের বেড় পাড়ার আঃ হামিদের ছেলে। ফেন্সিডিল রাখার অভিযোগে রনিকে চলতি সালের ১ আগষ্ট ২ বছর সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ডাদেশ দেন। সাজার পর থেকে রনি পলাতক ছিল।