মেহের আমজাদ,মেহেরপুর : (১৪-১১-১৮) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম শহরের হোটেল বাজার এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে বাসি সিঙ্গাড়া বিক্রি অপরাধে মুসলিম হোটেল মালিক এবং খোলা স’ানে মাংস বিক্রির অভিযোগে মাংস বিক্রেতা সুজনকে ১ হাজার টাকা করে জরিমানা করেছে। গতকাল বুধবার বেলা ১১ টার দিকে জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সেলিমুজ্জামান অভিযান পরিচালনা করেন।এছাড়াও অভিযানকালে জেলা মার্কেটিং অফিসার জিব্রাইল হোসেন,হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন, জেলা স্যানিটেশন কর্মকর্তা তাজিমুল হক উপসি’ত ছিলেন। সহকারি পরিচালক সেলিমুজ্জামান বলেন, হোটেল বাজারের মুসলিম হোটেল মালিক বাসি সিঙ্গাড়া ফ্রিজের ভিতর রেখে পরের দিন বিক্রয় করে এবং নতুন বাজার মোড়ে তোহিদুল ইসলাম সুজন প্রধান সড়কের পাশে খোলা জায়গায় মাংস বিক্রয় করছিল। উভয়কে দোষী সাব্যস্ত করে ১ হাজার করে ২ হাজার টাকা জরিমানা করা হয়।