বারী উদ্দিন আহমেদ বাবর, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রাইভেটকার থেকে ৯৭ কেজি গাজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার সকালে উপজেলার মুরাদনগর-ইলিয়েটগঞ্জ সড়কের নেয়ামতকান্দি নামক স্থানে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার ও দুজনকে আটক করা হয়।
আটককৃতরা হলো- নরসিংদী জেলার রায়পুর থানার কাচারিকান্দি গ্রামের আবুল হোসেনের ছেলে সিয়াম (২৫) ও ঠাকুরগাঁও জেলার সদর থানার ইসলামপুর গ্রামের আব্দুল কাইয়ূমের ছেলে (৩০)।
এ বিষয়ে মুরাদনগর থানার ওসি একেএম মঞ্জুর আলম জানান, মুরাদনগর-ইলিয়েটগঞ্জ সড়ক হয়ে একটি মাদকের চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় একটি প্রাইভেটকার থেকে ৯৭ কেজি গাজা উদ্ধার ও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।