খুলনা ব্যুরো: খুলনার বটিয়াঘাটা উপজেলার কিসমত ফুলতলা গ্রামে কাটাখালী গেটের পাশে গতকাল সোমবার দুপুরে ৬ লাখ টাকা ছিনতাই হয়েছে। ছিনতাইকারীরা ব্যবসায়ী বিপ্রদাস সাহা (৪০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী এবং পুলিশ জানায়, বেলা একটার দিকে ট্রলার ব্যবসায়ী বিপ্রদাস সাহা মুদি দোকানের মালামাল কেনার উদ্দেশ্যে দাকোপের চালনা বাজার থেকে খুলনা অভিমুখে রওনা হয়। ভাড়ায় চালিত মোটর সাইকেল যোগে বটিয়াঘাটা থানা থেকে ১ কিলোমিটার দক্ষিণে কাটাখালী গেটের নিকট পৌঁছলে পিছন থেকে অনুসরণ করে আসা দুটি মটর সাকেলে ৫ জন ছিনতাইকরী তার গতি রোধ করে। চাইনিজ কুড়াল দিয়ে দু’হাতে কুপিয়ে বিপ্রদাসকে মাটিতে ফেলে দেয়। এ সময় তার নিকট থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে খুলনাভিমুখে রওনা হয়। বিপ্রদাসের বাড়ি ডুমুরিয়া উপজেলার দেড়-লিয়া গ্রামে। সে মৃণালকান্তি সাহার ছেলে।