বারী উদ্দিন আহমেদ বাবর, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চান্দিনায় ৩দিন ধরে নিখোঁজ থাকার পর ৪ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২ অক্টোবর) সকাল ৯টায় মোহারাং গ্রামের একটি ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত শিশুর নাম ইভান মিয়া (৪)। সে একই গ্রামের জহিরুল ইসলামের ছেলে। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মোহারাং গ্রামের খেলার মাঠের মধ্যখানের একটি ডোবা থেকে শিশুটির ভাসমান লাশ উদ্ধার করা হয়। গত শনিবার থেকে শিশুটি নিখোঁজ ছিল। তার সন্ধানে পরিবারের লোকজন মাইকিং করানোসহ অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।