অস্ত্র ও গুলিসহ চরমপন্থী নেতা গ্রেফতার

অস্ত্র ও গুলিসহ চরমপন্থী নেতা গ্রেফতার

ভ্রাম্যমাণ প্রতিনিধি : ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ আমিরুল ইসলাম নামের চরমপন্থী নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে সদর উপজেলার বকসিপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে বকসিপুর গ্রাম থেকে আমিরুল ইসলামকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক উদ্ধার করা হয় ওয়ান শুটার গান ও ২ রাউন্ড গুলি।তিনি চরমপন্থী সংগঠন বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, লুণ্ঠন, ছিনতাই, চাঁদাবজি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

 

Post a Comment

Previous Post Next Post