সাজাপ্রাপ্ত আসামী রহিদুল।
স্টাফরিপোটার : (২০-০৯-১৮) মেহেরপুর চীফ জুডিশিয়াল ম্যাজিট্টেট আদালত কর্তৃক ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী রহিদুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে সদর উপজেলার টেংরামারী গ্রামের নিয়ামত আলীর ছেলে রহিদুল মেহেরপুর চীফ জুডিশিয়াল ম্যাজিট্্রেট আদালতে আত্মসর্ম্পন করলে বিচারক শিরিন নাহার তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন। ২০১৭ সালের ১৯ ফেব্রয়ারি মেহেপুর চীফ জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালত রাহিদুলকে ৬ মাসের কারাদন্ড এবং ৫শ টাকা জরিমানা অনাদায়ে আরো ১মাসের কারাদন্ড দেন। সেই থেকে রহিদুল পলাতক ছিল।