মাতলামি করার প্রতিবাদ করায় মেহেরপুরের সিংহাটিতে এক ব্যক্তিকে পিটিয়ে জখম

মাতলামি

 আহত বকুল।
এম এম আমজাদ:,(০২-০৯-১৮) মাতলামি করার প্রতিবাদ করায় একলাস নামের এক মাতাল বকুল নামের এক ব্যক্তিকে পিটিয়ে জখম করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সন্ধ্যার দিকে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের সিংহাটি গ্রামে। আহত বকুলকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি তরা হয়েছে।
স্থানীয়রা জানান, সিংহাটি গ্রামের আক্কাস আলীর ছেলে বকুল সহ বেশ কয়েকজন দোকানে বসে চা পান করছিলেন। ওই সময় একই গ্রামের রহমানের ছেলে একলাস মদ খেয়ে সেখানে গিয়ে মাতলামি করতে থাকে। এ ঘটনার প্রতিবাদ জানান বকুল। এতে ক্ষিপ্ত একলাস তার উপর হামলা চালিয়ে তাকে আহত করে। স্থানীয়রা আহত বকুলকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

 

Post a Comment

Previous Post Next Post