খুলনায় ১০২ লিটার চোলাই মদসহ আটক ১৩

খুলনা ব্যুরো:  খুলনায় র‌্যাবের মাদকবিরোধী অভিযানে ১০২ লিটার চোলাই মদসহ ১৩ জনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে মহানগরের লবণচরাস’ র‌্যাব-৬ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আটকরা হলেন- শেখ জাহাঙ্গীর আলম (৪০), নূরুজ্জামান বেপারি (৬০), তানভীর সরদার (২০), আলাউদ্দিন সরদার (৪৫), শাহীন সরদার (৩৮), ফারুখ সরদার (৪৮), জাহাঙ্গীর মাদবর (৩৬), আমিনুল ইসলাম মক্কা (৩৫), মো. মিজান শেখ (৩০), আরিফ ফকির (২৪), মামুন খাঁ (২২), প্রিন্স চৌধুরী (৪৭) ও শহিদুল ইসলাম (২৮)।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান জানান, গত শুক্রবার দিনগত রাত সাড়ে ১১টায় মহানগরের দৌলতপুর থানার পূবালী ব্যাংকের পেছনে রেল লাইনের পূর্বপাশে মাদক বিক্রির গোপন সংবাদে অভিযান চালানো হয়। তার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে দৌলতপুর এলাকায় এ চক্রটি চোলাই মদ কেনাবেচা করে আসছিলো। তারা প্রতোকেই চোলাই মদ কেনাবেচার সঙ্গে জড়িত ও সেবনকারী। এলাকায় তারা মাদক ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত বলে জনশ্রুতি আছে।
আটকদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

Post a Comment

Previous Post Next Post