ডিবি পুলিশের মাঝে আটককৃত ফেন্সিডিল।
জব্দকৃত ট্রাক।
এম এম আমজাদ: (০৪-০৯-১৮) মেহেরপুর সদর উপজেলার সাহেবপুরে সব্জি বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৮০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে ডিবি’র ওসি শাহীন উদ্দিনের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। এসময় ট্রাকের হেল্পার বামনপাড়া গ্রামের মতিনের ছেলে মামনুকে আটক করা হয় এবং ট্রাকটিকেও জব্দ করা হয়েছে।
ডিবি’র ওসি শাহীন উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় সাহেবপুর থেকে একটি সব্জি বোঝাই ট্রাকে ফেন্সিডিল পাচার করা হচ্ছে। সে মতে সাহেবপুরে অভিযান চালিয়ে ট্রাকটি থামিয়ে তাতে তল্লাশি চালানো হয়। ট্রাকের পুরো সব্জি নিচে নামিয়ে তার মধ্যে থেকে ৮টি ক্যারেটে ৮০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থি’তি টের পেয়ে ফেন্সিডিল পাচারের মূল হোতা ও ট্রাক চালক পালিয়ে যায়। তবে মামুন নামের এক জন আটক করা হয়। ডিবি’র ওসি আরো জানান, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্ততি চলছে।