মেহেরপুরে ২রাউন্ড গুলিসহ ১টি আগ্নেয়াস্ত্র ও ৫ টি বোমা উদ্ধার

 

বোমা উদ্ধার

ছবি-এম এম   আমজাদ: উদ্ধারকৃত ২রাউন্ড গুলিসহ ১টি এলজি পাইপগান ও পরিত্যক্ত অবস্থায় ৫ টি
হাত বোমা ।

এম এম   আমজাদ: ,(১১-০৯-১৮) মেহেরপুরে পৃথক দুটি স্থান থেকে ২রাউন্ড গুলিসহ ১টি এলজি পাইপগান ও পরিত্যক্ত অবস্থায় ৫ টি হাত বোমা উদ্ধার করেছে পুলিশ। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে শহরের গোরস্থান পাড়ার পৌর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পাশে তল্লাশি চালায় সদর থানা পুলিশ। এ সময় সেখান থেকে ১টি এলজি পাইপগান ও ২রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ দিকে এস আই আহসান ও মোমিনের নেতৃত্বে পুলিশের অপর একটি দল সদর উপজেলার নুরপুর গ্রাম থেকে পরিত্যাক্ত অবস্থায় ৫ টি বোমা উদ্ধার করে। নুরপুর মোড়ের একটি দোকানের পাশে থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

 

Post a Comment

Previous Post Next Post