ছবি-এম এম আমজাদ ২ঃ সাজাপ্রাপ্ত আসামী মাহাবুল।
এম এম আমজাদ,: (২৩-০৯-১৮) মেহেপুর জেলার গাংনী উপজেলার সওড়াবাড়িয়া গ্রামে একটি হত্যা মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাহাবুলকে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল রবিবার দুপুরের দিকে মাহবুল মেহেরপুর জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ গাজী রহমানের আদালতের আত্মসমর্পন করলে আদালত তাকে কারাগারের পাঠাবার নিদের্শ দেন। গত ২৪ আগষ্ট আদালত মাহাবুল সহ তার পিতা রমজান আলী এবং ভাই ইনতাজুলকে ১০ বছর করে সশ্রম কারাদন্ড এবং ৫হাজার করে জরিমানা অনাদয়ে আরো ২মাসের কারাদন্ড দেওয়া হয়। ঐসময় মাহাবুল সিঙ্গাপুরে অবস’ান করছিল। সম্প্রতি মাহাবুল গ্রামের বাড়ি ফিরে আসে এবং গতকাল রবিবার আদালতে আত্মসমর্পন করে। ২০০৯ সালের ২৮ অক্টোবর পারিবারিক বিরোধির জের ধরে রমজান আলী সহ তার ২ ছেলে রমজানের ভাই কলিমুদ্দীনের উপর হামলা চালায়। পরে সে চিকিৎসাধীন অবস’ায় মৃত্যু বরণ করে। পরে ঐ ঘটনার গাংনী থানায় মামলা দায়ের করেন এবং গত ২৪ আগষ্ট মামলার রায় ঘোষনা করা হয়।