বেনাপোল সীমান্ত থেকে ৫টি স্বর্ণের বারসহ শফিকুল ইসলাম নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে বিজিবি।
আজ শুক্রবার বিকালে বেনাপোলের বারপোতা রহমতপুর এলাকা থেকে তাকে আটক করে ।
গ্রেফতারকৃত শফিকুল ইসলাম বেনাপোলের পুটখালী গ্রামের নুর ইসলামের ছেলে।যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, বেনাপোলের পটুখালী সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বারপোতা রহমতপুর এলাকায় অভিযান চালিয়ে শফিকুলকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৫টি স্বর্ণের বার জব্দ করা হয়।
জব্দকৃত স্বর্ণের প্রকৃত মালিক পুটখালী গ্রামের নাসির উদ্দিন বলে জাননিয়েছে গ্রেফতারকৃত শফিকুল।