Kbdnews: (০৩-০৮-১৮) মেহেরপুরে গাঁজা সহ রুহুল আমিন নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটক রুহুল আমিন সদর উপজেলার কালি গাংনী গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে। এসময় তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ডিবির ওসি শাহীনুজ্জামান জানান, গতকাল শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিত্বে এস আই মীর মেজবাহুর দারাইনের নেতৃত্বে ডিবির একটি টিম ঝাউবাড়িয়া বাবর পাড়া সড়কে অভিযান চালিয়ে রুহুল আমিনকে আটক করে। এসময় তার দেহতল্লাশী করে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে ডিবির টিম। পরে তাকে ডিবি কার্ষালয়ে নিয়ে আাসা হয়।