নাটোরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবক নিহত

বন্দুকযুদ্ধে

নাটোরের লালপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মেহের আলী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার চামটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, ভোরে র‌্যাবের একটি দল উপজেলার চামটিয়া এলাকায় অভিযানে যায়। অভিযানের বিষয়টি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে গুলিবিদ্ধ অবস্থায় মেহের আলীকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে। মেহের আলী চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে  বিভিন্ন থানায় খুন, ডাকাতি ও মাদক বিক্রির ১৪টি মামলা রয়েছে।

 

Post a Comment

Previous Post Next Post