কুষ্টিয়া থেকে শরিফ মাহমুদ : কুষ্টিয়ার দৌলতপুরে মনিরুল ইসলাম নামে এক হুন্ডি ব্যবসায়ীর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার হোসেনাবাদ এলাকায় তার নিজ বাড়িতে থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মনিরুল ওই এলাকার কামাল উদ্দিনের ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদারা খান বলেন, সকালে স’ানীয়দের খবরের ভিত্তিতে মনিরুলের নিজ বাড়ি থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মনিরুল একাই ওই বাড়িতে বসবাস করতেন।
হত্যাকান্ডের রহস্য উন্মোচনে তদন্ত চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
এদিকে কুষ্টিয়ার মিরপুরে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর-পোড়াদহ রেল লাইনের মিরপুর পশুহাট রেলগেটের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস’লে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, তার পকেটে পাওয়া একটি প্রত্যায়নপত্র থেকে জানা গেছে, নিহত যুবকটি প্রতিবন্ধী, তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের বাসিন্দা। স’ানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দেওয়া ওই প্রত্যায়নপত্রে লেখা রয়েছে এই যুবকটির সাহায্য দরকার। তবে এখনো তার নাম পরিচয় জানা যায়নি।