সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেনন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন।
মাছের পোনা অবমুক্ত করছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন।
Kbdnews : (১৯-০৭-১৮) “স্বয়ং সম্পূর্ন মাছের দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যে মেহেরপুরে আলোচনা সভা,র্যালি ও মোছের পোনা অবমুক্তকরণের মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ’র উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি র্যালি বের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভপতিত্বে উদ্বোধনী অনূষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া। অন্যান্যের মধ্য বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মীর মোঃ জাকির হোসেন, মৎস্য চাষী ক্ষুদিরাম হালদার, মহিতুল ইসলাম মুহিত। সঞ্চালনায় ছিলেন জেলা খামার ব্যবস’াপক ড. আসাদুজ্জামান। উদ্বোধনী অনূষ্ঠান ও আলোচনা সভা শেষে ভৈরব নদের পন্ডের ঘাট এলাকায় ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।