সংযুক্ত: অভিযোগের কপি
খুলনা ব্যুরো: চাপাই নবাবগঞ্জ বাড়ী হওয়ায় ক্ষমতার জোরে খুলনায় জমি দখল করে নিয়েছে স’ানীয় জাতীয় সংসদ সদস্য কন্যা। এ অভিযোগে প্রধামন্ত্রী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের কাছে দরখাস্ত দিয়েছেন ভুক্তভোগীরা। আর কেএমপি কমিশনার দপ্তরে দায়েরকৃত আবেদনের এক বছর অতিবাহিত হলেও তার কোন সূরাহ হয়নি। সমস্যা সমাধানে ক্ষতিগ্রস্তরা সরকারের শীর্ষ মহলে দিনের পর দিন ধর্না দিচ্ছে।
বিভিন্ন দপ্তরের অভিযোগ সূত্রে প্রকাশ, সুফিয়ান সুলতানা কামনার নামে সাইনবোর্ড লিখে বাঁশ দ্বারা বেড়া দিয়ে খুলনা গোয়ালখালীস’ বিজিবি ক্যাম্পের পশ্চিম পার্শ্বে ৪৮ শতক জমি দখল করে ঘিরে নিয়েছে একটি মহল। যার প্রকৃত মালিকগন হলেন মো: আব্দুল ওদুদ বিশ্বাস, আবুল কালাম আজাদ, আ: রউফ মিয়া। বিষয়টি কেএমপি কমিশনার বরাবর গত ১৩ জুলাই ১৭’ তারিখে অভিযোগ দাখিল হয়। খালিশপুর থানা পুলিশ বিষয়টি মিমাংসার প্রতিশ্রুতি দিলেও অদ্যবদী দখলদারিত্ব বজায় আছে। এ নিয়ে এলাকায় জনমনের তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। অবশেষে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি সহ সংশ্লিষ্ট সকল দপ্তরে জমির মালিকরা অভিযোগ আনায়ন করেছে। বিষয়টি নিয়ে যে কোন সময় আইন শৃঙ্খলা পরিসি’তি অবনতি ঘটার আশংকা রয়েছে।
বি এম রাকিব হাসান,
খুলনা ব্যুরো:
২৫-০৭-১৮