মিয়া পারভেজ আলম মোল্লাহাট প্রতিনিধি ঃ মোল্লাহাট উপজেলা সামাজ সেবা অফিসার মোঃ মাহবুবুর রহমানের বিরুদ্ধে রাতের আধারে অফিসের মালামাল বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। কোন নিয়ম নীতি ছাড়াই তিনি নিজের নামের পরিচয়ে এই মালামাল বিক্রি করা অবস’ায় স’ানীয়রা গত বৃহষ্পতিবার রাতে তাকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল আলম এর নির্দেশে বিক্রিত মালামাল ফেরত নিয়ে রক্ষা পেয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে অফিসের মালামাল অকেজো দেখিয়ে বিক্রি করছে বলে এলাকাবাসী জানায়।এ ব্যাপারে মোল্লাহাট উপজেলা সামজ সেবা অফিসার মোঃ মাহবুবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন- “অনেক দিন ধরে অফিসের মালামাল অকেজো হয়ে পড়ে আছে তাই বিক্রয় করছি , এর জন্য কোন নিয়ম নীতির প্রয়োজন নেই”। মোল্লাহাটের পার্শ্ববর্তী জেলায় বাড়ী হওয়ার সুবাদে তিনি বারবার রক্ষা পেয়ে যাচ্ছেন। ইতিপূর্বে বিভিন্ন অপরাধের কারণে মোংলা উপজেলার দায়িত্বে থাকা অবস’ায় তিনি সাময়িক বহিষ্কার হয়েছিলেন। এমনকি তার বিরুদ্ধে এই সংবাদ টি কোন পত্রিকায় না ছাপা হয় সে জন্য সাংবাদিকদের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে বাগেরহাট জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ মোস্তফার সাথে কথা হলে তিনি জানান, সরকারী কিছু নিয়ম নীতি মেনে অফিসের মালামাল বিক্রি করতে হয়। এভাবে কেউ নিজের ইচ্ছায় মালামাল বিক্রি করতে পারে না।