চট্টগ্রাম মহানগরের খুলশি থানার মতিঝরনা এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, দুইজন লোক মাইক্রোবাসে করে যাচ্ছিলেন। র্যাবের টহলরত সদস্যরা তাদের থামার সংকেত দেয়। তারা গাড়ি না থামিয়ে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থলে থেকে দুজনের লাশ পাওয়া যায়।
র্যাবের দাবি, তারা ঘটনাস্থল থেকে ৮৫ কেজি গাঁজা, পিস্তল ও গুলি উদ্ধার করেছে। র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) মিনতানুর রহমান ‘বন্দুকযুদ্ধের’ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নিহত দুই ব্যক্তির লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।