ডিবি পুলিশের মাঝে গাঁজাসহ আটক আফসারুল ইসলাম : ছবি_মেহের আমজাদ
Kbdnews: (১২-০৭-১৮) মেহেরপুর জেলার গাংনীতে পাঁচ কেজি গাঁজাসহ আফসারুল ইসলাম (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে তাকে আটক করে ডিবি পুলিশের একটি টিম। আটক আফসারুল গাংনী উপজেলার খাসমহল গ্রামের কলিমুদ্দিনের ছেলে।
ডিবিরি ওসি শাহীনুজ্জামান জানান, সকাল ১০টার দিকে হেমায়েতপুর মড়কা বাজারে অভিযান চালিয়ে আফসারুল ইসলামকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি জানান, আটক আফসারুলের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।