দূষণেই মরেছে হালদার ২০ প্রজাতির মাছ

চট্টগ্রাম ব্যুরো : রুই-কাতলা-মৃগেল-কালবাউশ মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র ও নিষিক্ত ডিম সংগ্রহের জন্য বিখ্যাত হালদায় দূষণে সমপ্রতি ২০ প্রজাতির মাছ মারা গেছে। চারটি প্রধান মাছ ছাড়াও ৫-৬ কেজি ওজনের আইড়, আড়াই কেজি ওজনের বামোস, চিংড়ি, চেউয়া, কুচিয়া, বুরগুনিও ছিল মরে ভেসে ওঠা মাছের তালিকায়। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান হালদা নদী রক্ষা কমিটির সভাপতি ড. মো. মনজুরুল কিবরীয়া। হালদা নদীতে সামপ্রতিক সময়ের ভয়াবহ দূষণ বিপর্যয়, কারণ চিহ্নিতকরণ এবং নদী রক্ষার উপায় জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর প্রফেসর কিবরীয়া দখল-দূষণ থেকে হালদাকে রক্ষায় ১১টি সুপারিশ তুলে ধরেন। সুপারিশগুলো হচ্ছে-হাটহাজারী পিকিং পাওয়ার প্লান্টসহ অঙ্েিজন থেকে কূলগাঁও পর্যন্ত শিল্প-কারখানায় ইটিপি স্থাপনে বাধ্য করা, এশিয়ান পেপার মিলসহ অন্য কারখানাগুলো ইটিপি ব্যবহারে বাধ্য করা, হাটহাজারীর নন্দীর হাটের ‘মরা ছড়া’ খালের বর্জ্য ডাম্পিং স্থায়ী ভাবে বন্ধ করা, বিক্ষিপ্তভাবে গড়ে ওঠা অবৈধ পোল্ট্রি খামারগুলোর দূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অনন্যা আবাসিক এলাকার ভরাট হয়ে যাওয়া বামনশাহী খাল পুনর্খনন করে আগে অবস্থানে ফিরিয়ে আনা, অনন্যা আবাসিকের মাস্টার ড্রেনেজ সিস্টেমকে বামনশাহী খাল ও কুয়াইশ খাল থেকে বিচ্ছিন্ন করা, অনন্যা আবাসিক এলাকার বর্জ্য ব্যবস্থাপনায় এসটিবি স্থাপন, শিকারপুর ও মাদার্শা এলাকার ছোট খাল ও ছড়াগুলো খনন করে পানি প্রবাহ বাধামুক্ত করা, হালদাকে পরিবেশগত বিপন্ন এলাকা (ইসিএ) ও ‘জাতীয় নদী’ ঘোষণা এবং হালদা নদী ব্যবস্থাপনায় সমন্বয়ের জন্য হালদা নদী কমিশন গঠন করা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা শামসুল হক হায়দরী, সহ-সভাপতি চৌধুরী ফরিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজা মোজাম্মেল, আমিন মুন্না, ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন সওদাগর, আশু বড়ুয়া, দুলাল দাশ, শ্রীরাম জলদাস, চবি শিক্ষক আমেনা বেগম। হালদা নদী রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, হালদা জোয়ার ভাটার নদী। সামপ্রতিক বন্যার পর এত বড় বিপর্যয় অতীতে দেখা যায়নি।
চৌধুরী ফরিদ বলেন, হালদা রক্ষায় চট্টগ্রামের মানুষ ঐক্যবদ্ধ। এটি নাগরিক দায়িত্ব।

 

Post a Comment

Previous Post Next Post