জুরাইনে জাল টাকার কারখানা গ্রেফতার ৫

স্টাফ রিপোর্টার : রাজধানীর কদমতলী থানার পূর্ব জুরাইনের একটি বাসায় জাল টাকার কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার ও ৫ জনকে গ্রেফতার করা হয়। জানা গেছে, রাজধানীর কদমতলী থানার পূর্ব জুরাইনের একটি বাসায় জাল টাকার কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দেড় ঘণ্টাব্যাপী অভিযান চালায়। গতকাল বুধবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা তৈরির সরঞ্জামসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। এসময় ৪৬ লাখ জাল টাকা জব্দ করে পুলিশ।

সাংবাদিক সম্মেলন করে (ডিবি-উত্তর) উপ-কমিশনার মশিউর রহমান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৬ লাখ টাকা জব্দ করা হয়। বিপুল পরিমাণ কাগজ ও কালি উদ্ধার করা হয়েছে। যে পরিমাণ কাগজ ও কালি উদ্ধার করা হয়েছে, তা দিয়ে অন্তত আরো আড়াই কোটি টাকা বানানো যাবে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, ঈদকে সামনে রেখে এই জাল টাকার চক্রটি নগরজুড়ে সক্রিয়। বাজারে প্রায় প্রায় ৫ কোটি টাকার জাল নোট ছড়িয়েছে বলেও তাদের কাছে তথ্য রয়েছে।

 

Post a Comment

Previous Post Next Post