মেহেরপুরে ফেনসিডিল সহ দু‘মাদক ব্যবসায়ী আটক

মাদক

কৌশিক আহমেদ শিমুল, : মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী বুড়িপোতা গ্রাম থেকে ফেন্সিডিল সহ হায়াত আলী (৩০) এবং ছামিদুল ইসলাম (২৬) নামের দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) । আটক হায়াত আলী সদর উপজেলার বুড়িপোত গ্রামের হাসিব মোল্লার ছেলে ও ছামিদুল ইসলাম একই গ্রামের আরজ মোল্লার ছেলে।
মেহেরপুর ডিবির এসআই মেজবাহুর দারাইনের নেতৃত্বে মঙ্গলবার তাদের আটক করে। এসময় তার কাছে থেকে ৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় এএসআই নিজাম উদ্দিন, মাহাতাব উদ্দিন, কনস্টেবল লোকমান হোসেন, ইকবাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থি’ত ছিলেন।
এসআই মেজবাহুর দারাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম বুড়িপোতা বর্ডার পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশী করে এক জনের কাছে ৩বোতল ও অপর জনের কাছ থেকে ২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। তাদের নামে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তিনি আরো বলেন, দীর্ঘ দিন ধরে আটক হায়াত আলী এবং ছামিদুল ইসলাম তার নিজ এলাকায় মাদকের ব্যাবসা চালিয়ে আসছিল।

Post a Comment

Previous Post Next Post