ছবি-শরিফমাহমুদ কথিত বন্দুকযুদ্ধে নিহতযুবক
কুষ্টিয়া থেকে শরিফমাহমুদ : কুষ্টিয়ার দৌলতপুরেপুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসীআলতাব হোসেন (৩৮) নিহতহয়েছেন। পুলিশের দাবি এ ঘটনায় ৩ পুলিশসদস্য আহতহয়েছেন। ঘটনাস’ল থেকে একটি বিদেশিপিস্তল, ১ রাউন্ড গুলি ও ৩টি রামদাউদ্ধারকরাহয়েছে।
সোমবার ভোর সোয়া ৩টার দিকে দৌলতপুর-কাতলামারীসড়কেরপিপুলবাড়িয়াকালুরমাঠে‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।
নিহতআলতাব হোসেন দৌলতপুরের বোয়ালিয়াইউনিয়নেরবিলবোয়ালিয়াগ্রামের মোশরাফ হোসেনের ছেলে। তিনিপুলিশের তালিকাভুক্ত একজনশীর্ষ সন্ত্রাসী। তারবিরুদ্ধে হত্যা ও মোটরসাইকেলছিনতাইসহবিভিন্নঅপরাধেরএকাধিকমামলারয়েছেবলেজানিয়েছেপুলিশ।
দৌলতপুর থানারওসিশাহ দারাখানজানান, সন্ত্রাসী কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে একদল সন্ত্রাসী পিপুলবা ড়িয়া কালুর মাঠে অবস্থান নিচ্ছে, এমন সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনা স্থ’লে অভিযান চালায়। পুলিশের উপস্থি’তি টের পেয়ে সন্ত্রাসী রা পুলিশ কে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালালে‘বন্দুক যুদ্ধে’ একজন গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধারকরে দৌলতপুরহাসপাতালে নেয়ার পর কর্তব্যরতচিকিৎসক মৃত ঘোষণাকরেন। পরেপুলিশজানতেপারে বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি আলতাব হোসেন।