স্টাফরিপোটার : গাংনীতে তিনশ’ পিচ ইয়াবাসহ আশিকুল ইসরাম ওরফে আশিক নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।আটক আশিক গাংনী পৌর শহরের গোরস্থান পাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে। আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম ওসি শাহিন আলীর নেতৃত্বে গাংনী আখ সেন্টার পাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ একজন ব্যবসায়ী মেহেরপুর -কুষ্টিয়া সড়ক দিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাংনী আখ সেন্টার পাড়াতে অভিযান চালানো হয়। এসময় আশিককে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় সে পালানোর চেষ্টা করে। পরে তার কাছে থাকা ব্যাগের মধ্য থেকে ৩ শ’ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। মাদক আইনে মামলা দিয়ে তাকে থানায় সোপর্দের প্রস’তি চলছে বলে ওসি শাহিন আলী জানিয়েছেন।