মেহেরপুরের গাংনীতে গোপন বৈঠক চলাকালে ভাইস চেয়ারম্যান ও জামায়াতের আমির সহ ৭ নেতা কর্মী গ্রেফতার

Meherpur Jamat Ledar Aresst pic jamat atok3 jamit atok

স্টাফরিপোটার  : মেহেরপুরের গাংনীতে গোপন বৈঠক চলাকালে জামায়াতের ৭ নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টার সময় উপজেলার এলাঙ্গী-আনন্দবাস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

Meherpur Jamat Ledar Aresst picগ্রেফতারকৃতরা হলেন,মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা মাহবুব উল আলম, গাংনী উপজেলা জামায়াতের আমির ডা: রবিউল ইসলাম, বড় বামুন্দী গ্রামের আব্দুল খালেক, শালদহের মহিদুল ইসলাম, বেড় গ্রামের হাসেম আলী, নাসির উদ্দীন (অন্ধ), আনন্দবাস গ্রামের আব্দুর রহিম।

jamat atok3গাংনী থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা গাংনী থানার মামলা নং ৫ তাং ০৩-০২-১৮ ইং এর সন্দিধ্য আসামীরা এলাঙ্গী-আনন্দবাস গ্রামে গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করার প্রস্ততি চলছে।

jamit atokতবে গ্রেফতারকৃতরা জানান, তারা কোন গোপন বৈঠক করছিলেন না। তারা মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মাহবুব উল আলমের কাছে কিছু আল কোরআনের আয়াতের বিষয়ে জানার জন্য কয়েকজন একস্থানে বসেছিলেন। গাংনী উপজেলা জামায়াতের আমির ডা: রবিউল ইসলাম বলেন, আমাদের সাথে নাসির উদ্দীন নামের এক অন্ধ ব্যাক্তিও রয়েছে। সেই অন্ধ ব্যাক্তি সহ তাদের গ্রেফতার করা হয়েছে।

 

Post a Comment

Previous Post Next Post