কৌশিক আহমেদ শিমুল :আজ সোমবার সকাল ৯টার সময় মানব উন্নয়ন কেন্দ্র মউক হলরুমে কৃষি বান্ধব মেহেরপুর গড়ার লক্ষ্যে মউক স্টাফদের নিয়ে দিনব্যাপি এক ওরিয়েন্টেশনের আয়োজন করার হয়। সভায় সভাপতিত্ব করেন মউক প্রতিষ্ঠাতা নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম, দিনব্যাপি আলোচনায় অংশ গ্রহণ করেন দিপেন্দ্র সরকার, মুরাদ হোসেন, সাদ আহম্মেদ প্রমুখ। সভাপতি তার বক্তব্যে সকল কর্মীকে তৃণমূল পর্যায়ে কৃষি বান্ধব করে গড়ে তুলতে মেহেরপুরের হিমসাগর আমকে ব্যন্ডিং ঘোষনা, কৃষকের উৎপাদিত পন্য হিমাগারে রাখার জন্য সয়ংসম্পন্ন কোল্ডস্টোরেজ, মেহেপুরের সবজি ও ফলমূল বিশ্ববাজারে প্রবেশাধিকার সহ কৃষি পন্যের ন্যায্য মুজুরী পাওয়ার দাবি তুলে ধরার আহবান জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন মউকের প্রোগ্রাম ম্যানেজার নাসিরা আক্তার।